বিনোদ মিশ্র  (২৪ মার্চ ১৯৪৭ – ১৮ ডিসেম্বর ১৯৯৮)

জন্ম ২৪ মার্চ ১৯৪৭, মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। কানপুরে স্কুল-কলেজের পাঠ চুকিয়ে ১৯৬৬ সালে দুর্গাপুরে এলেন ইঞ্জিনিয়ারিং পড়তে। হয়ে উঠলেন সিপিআই(এমএল)-এর সর্বক্ষণের কর্মী। ১৯৭০ দশকের ধাক্কার পর পার্টিকে তৃণমূল থেকে নতুন করে গড়ে তোলার কাজে হাত লাগান এবং ১৯৭৪ সালের ২৮ জুলাই কমরেড জহরের সাথে মিলে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেন। ১৯৭৫-এর নভেম্বরে জহর শহীদ হওয়ার পর সাধারণ সম্পাদক হন। ১৯৭৮ সালে শুদ্ধিকরণ আন্দোলনের মধ্য দিয়ে পার্টির রাজনৈতিক-সাংগঠনিক অগ্রগতির এক নতুন যুগের সূচনা ঘটান। ১৯৯২ সালের ৮ ডিসেম্বর কলকাতায় বিশাল ব্রিগেড সমাবেশে প্রকাশ্যে আসেন ব্যাপক বাম ও কমিউনিস্ট ঐক্যের আহ্বান নিয়ে। ১৯৯৮-এর ১৮ ডিসেম্বর লক্ষ্ণৌতে কেন্দ্রীয় কমিটির বৈঠক চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলা সংস্করণ : প্রকাশকের কথা

কমরেড বিনোদ মিশ্রের নির্বাচিত রচনা সংগ্রহের (ইংরাজি) বঙ্গানুবাদ প্রকাশ করা হল। কমরেড তাঁর সক্রিয় রাজনৈতিক জীবন শুরু করেছিলেন পশ্চিমবঙ্গ থেকে এবং শেষ পর্যন্ত তিনি এই রাজ্যে পার্টির কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন, স্বাভাবিকভাবেই রাজ্য-রাজনীতির বিভিন্ন দিক সম্পর্কে তাঁর বহু গুরুত্বপূর্ণ লেখা ও ভাষণ রয়েছে। এ থেকে প্রতিনিধত্বমূলক কয়েকটিকে নিয়ে এক নতুন অধ্যায় আমরা বাংলা সংস্করণে যোগ করেছি। সেই সঙ্গে পার্টি গঠন অধ্যায়ে আরও দুটি লেখা – পার্টি সংগঠনকে শক্তিশালী করুন (জানুয়ারি ১৯৭৮) এবং বিলোপবাদের বিরুদ্ধে সংগ্রামকে এগিয়ে নিয়ে চলুন, ঊর্ধ্বে তুলে ধরুন পার্টির স্বাধীন পতাকা (এপ্রিল ১৯৮৮) – যুক্ত হয়েছে। ইংরাজি সংস্করণ থেকে বাদ পড়েছে কেবল বিহার নির্বাচন সম্পর্কে দুটি লেখা।

সিপিআই(এমএল) প্রকাশনা
প্রথম প্রকাশ : বাংলা : জুন ১৯৯৯

পরিবেশক : দেশব্রতী প্রকাশনা
২১/১/১ ক্রীক রো, কলকাতা - ৭০০০১৪

বিষয়সূচি