(লিবারেশন, অক্টোবর ১৯৯৮ থেকে)

দু-সপ্তাহ আগে কংগ্রেসের পাঁচমারি অধিবেশন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এমএল আপডেটে  আমরা লিখেছিলাম, “সরকারি বামরা অনেক ভরসা করেছিল যে এই অধিবেশনে তাদের প্রত্যাশামতো অর্থনৈতিক নীতির পূনর্মূল্যায়ন হবে। এ প্রশ্নে তারা পাঁচমারি থেকে ইতিবাচক সংকেত পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল যাতে কংগ্রেসের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার লাইন ফেরি করা যায়। কংগ্রেস দলের সাথে মাখামাখি করার বিরুদ্ধে আসন্ন পার্টি কংগ্রেসে জোরদার প্রতিরোধের আশঙ্কা থাকায় সিপিআই এবং সিপিআই(এম) উভয়ের কাছেই এটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ।” আমরা আরও লিখেছিলাম, “যাই হোক না কেন, বাম নেতারা নিজেদের প্রতারিতই বোধ করেছেন কারণ ‘গরিবী হটাও’ মার্কা কিছু পুরোনো বুলি ও সমাজতান্ত্রিক ধাঁচ ইত্যাদি বিষয়ে কয়েকটা আনুষ্ঠানিক মন্ত্র আওড়ানো ছাড়া অর্থনৈতিক প্রস্তাবগুচ্ছে বরং মনমোহনতন্ত্রই পুরো প্রাধান্যলাভ করেছে।”

বর্তমানে যখন সিপিআই-এর চেন্নাই কংগ্রেস সমাপ্ত তখন আমরা ঘোড়ার মুখ থেকে কিছু খবর শুনতে পাচ্ছি। ১৯ সেপ্টেম্বর হিন্দুস্থান টাইমস পত্রিকায় শ্রীযুক্ত বর্ধনকে উদ্ধৃত করে লেখা হয়েছে যে, “কংগ্রেসের পাঁচমারি অধিবেশন তার নীতিগুলির পুনর্মূল্যায়ন করবে বলে আশা ছিল। ... (কিন্তু) অর্থনৈতিক নীতির মূল বিষয়গুলিতে যথেষ্ট দৃষ্টি দেওয়া হয়নি।” যাই হোক, কংগ্রেসের সাথে অর্থনৈতিক নীতির প্রশ্নে মতভেদ নিয়ে সরকারি বামদের প্রকৃত মাথাব্যথার চাইতে বাইরের ভড়ংই অনেক বেশি, হাজার হোক, যুক্তমোর্চা সরকারের অভিন্ন ন্যূনতম কর্মসূচির মধ্যে কোনো পৃথক অর্থনৈতিক কর্মসূচি পরিলক্ষিত হয়নি। মোদ্দা ব্যাপার হল, যুক্তফ্রন্ট অনুশীলন মুখ থুবড়ে পড়ার পর কংগ্রেস ও সরকারি বামদের মধ্যে প্রকৃতপক্ষে আঁতাতের এক নতুন পর্যায় শুরু হয়েছে। পাঁচমারি থেকে যথেষ্ট ইঙ্গিত পাওয়ার কারণে এবং এর ফলে কংগ্রেসের সাথে সক্রিয় আঁতাতের লাইন ফেরি করা নেতৃত্বের পক্ষে দুষ্কর হওয়ায় গতি অবশ্য শ্লথ করতে হয়েছে। ‘উপরতলায় সমঝোতা চালিয়ে যাওয়ার’ এই নীতির বিরোধিতায় প্রতিনিধিদের ভালো একটি অংশের প্রতিরোধের মুখে এবং কঠোর পরিশ্রমের যে কোনো বিকল্প নেই এই কথা তাঁরা জোর দিয়ে তুলে ধরায় চেন্নাই পার্টি কংগ্রেসকে কংগ্রেসের সাথে কোনো সাধারণ আঁতাত বা এক সাধারণ ধর্মনিরপেক্ষ ফ্রন্ট গড়ে তোলার পরিবর্তে কংগ্রেসকে বাইরে থেকে সমর্থনের কথা বলেই ক্ষান্ত থাকতে হয়েছে।

সিপিআই(এম) নেতৃত্বও একই পথ ধরে হাঁটছে। কংগ্রেসের সাথে আরও ঘনিষ্ঠ হওয়ার প্রশ্নে কমরেড জ্যোতি বসু খুবই উৎসাহী, কিন্তু সিপিআই-এর পার্টি কংগ্রেসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং কলকাতায় তাঁর নিজের কর্মীবাহিনীর কাছ থেকে এমনকি আরও জোরালো প্রতিরোধ আসার সম্ভাবনা থাকায় পার্টি নেতৃত্ব খুব সতর্কভাবে পা ফেলতে শুরু করেছে। সম্প্রতি অনুষ্ঠিত সিপিআই(এম)-এর দিল্লী সমাবেশে জ্যোতি বসু অসুস্থতার অজুহাত দেখিয়ে অনুপস্থিত থেকেছেন আর ঠিক সেইখানেই সুরজিৎ কংগ্রেসের সমালোচনায় মুখর হয়েছেন। তা সে যাই হোক, নীচুতলায় কর্মী-সমর্থকদের কাছ থেকে ভালো সমর্থন পাওয়ার আশা না থাকায় এবং খোদ নিজেদের নেতৃত্বের মধ্যেই তীব্র বিভাজন থাকায় এবং সর্বোপরি বামদের সঙ্গে খোলাখুলি একসাথে চলার ব্যাপারে কংগ্রেসেরও উৎসাহের ঘাটতি থাকায়, সিপিআই ও সিপিআই(এম) উভয় দলের নেতৃত্ব ধীরে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আসল বার্তাটি পরিষ্কার। তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার উচ্ছ্বাসকে চুপচাপ বিসর্জন দেওয়া হয়েছে এবং কংগ্রেসের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার একটি যুগ শুরু হয়েছে।

চক্রের পুরো একটি আবর্তন এইভাবে সম্পূর্ণ হয়েছে। অনেকেরই হয়তো মনে আছে যে, মাত্র দু-বছর আগে এই একই বাম নেতারা যুক্তমোর্চা সরকারের পক্ষে কংগ্রেসী সমর্থনের প্রশ্নে কত বড় বড় কথাই না বলেছিলেন। তাঁরা তখন কংগ্রেসের সমর্থনকে কংগ্রেসের বাধ্যবাধকতা বলে আখ্যা দিয়েছিলেন। ইন্দ্রজিৎ গুপ্ত তো এমনকি কংগ্রেসকে চ্যালেঞ্জ করে বলেছিলেন – সমর্থন তুলে নিলে মজা টের পাবে। অথচ সমর্থন প্রত্যাহারের বিপদ যখন সত্যিই দেখা দিল যুক্তফ্রন্ট তখন মিউ মিউ করে দেবেগৌড়াকে বিসর্জন দিল। পুনর্বার যখন হুমকি দেওয়া হল তখন তাঁরা দুজন ডিএমকে মন্ত্রীকে বরখাস্ত করার বদলে বরং সরকারকেই বিসর্জন দেওয়ার সাহস দেখাতে পেরেছিলেন – যে সাহসের জন্য এখন তাঁদের আফশোসের শেষ নেই। ফলশ্রুতিতে যে মধ্যবর্তী নির্বাচন হয় তা বিজেপি-কে ক্ষমতায় নিয়ে আসে, কংগ্রেসকে পুনরুজ্জীবিত করে এবং যুক্তফ্রন্টের ওপর এক মরণ আঘাত হানে। রাজনীতি বিজেপি আর কংগ্রেসের মধ্যে মেরুকৃত হয়ে যায়। আর তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার বহু যত্নলালিত ধারণা, জনগণতান্ত্রিক মোর্চা গঠনের লক্ষ্যে এক তথাকথিত উত্তরণশীল পদক্ষেপের ধারণা ইত্যাদি ভালোরকম ঘা খায়। যে ডিএমকে-র জন্য এত সাহসী আত্মত্যাগ, সেই ডিএমকে-ই সরকার হিসেবে বিজেপি আর দল হিসেবে বিজেপি – দুইয়ের মধ্যে পার্থক্য করার অভিনব এক তত্ত্ব এনে হাজির করেছে। সেই একই শ্রীযুক্ত ইন্দ্রজিৎ গুপ্ত, চেন্নাইতে তাঁর উদ্বোধনী ভাষণে ‘বামরা দুর্বল’ – এই যুক্তি দেখিয়ে ক্ষমতায় আরোহণের জন্য কংগ্রেসের যে প্রচেষ্টা তাকে মদত দেওয়ার ওকালতি করেছেন।

কংগ্রেস বামদের এই উভয় সংকটের কথা ভালোই বোঝে এবং তাই পাঁচমারি অধিবেশনে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে কোনো ছাড়ের বালাই না রেখে সবুজ সংকেত জানিয়ে দিয়েছে। একইসাথে কংগ্রেস লালু-মুলায়ম উভয়ের থেকে দূরত্ব বজায় রাখারও চেষ্টা করেছে। এক সময়ে তার শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশ ও বিহারে দলকে পুনরায় শক্তিশালী করার উদ্যোগ এবং তার চিরাচরিত উঁচু জাত এবং সংখ্যালঘুদের মধ্যে সমর্থনের ভিত্তিকে পুনরুদ্ধারের তাগিদ ছাড়াও – তার ধূর্ত লক্ষ্য হল বিজেপি ও কংগ্রেসের মধ্যে কোনো বাফার না রাখা।

সংকেতগুলি এভাবেই স্পষ্ট হয়ে যায়। সুবিধাবাদী বামরা অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলেছেন কংগ্রেসের দিকে। এক অর্থে এটি তাঁদের কংগ্রেসের সাথে বন্ধুত্ব গড়ে তোলার দীর্ঘদিনের প্রকাশ্য ও গোপন সম্পর্কেরই আনুষ্ঠানিক স্বীকৃতি। অন্যদিকে নৈরাজ্যবাদী বামরা তাঁদের প্রিয় অ-রাজনৈতিক পতাকার নীচে, ভারতীয় কৃষিকে বিশ্ববাণিজ্য সংগঠনের কবল থেকে রক্ষা করার নামে পুঁজিবাদী কৃষক লবির সঙ্গে নিজেদের যুক্ত করে নিচ্ছেন।

এক গণতান্ত্রিক ভিত্তিভূমির উপর তৃতীয় ফ্রন্ট পুনরায় গড়ে তোলার কর্মসূচি বিপ্লবী বামশক্তিকেই কাঁধে তুলে নিতে হবে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই আহ্বানে সাড়া দেওয়ার মতো যথেষ্ট সামাজিক ও রাজনৈতিক শক্তিই বিরাজ করছে। এমনকি সিপিআই-এর পার্টি কংগ্রেসেও, সুবিপুল সংখ্যাগরিষ্ঠেরই আবেগ ছিল এক ব্যাপক বাম মোর্চা গড়ে তোলার অনুকূলে। কিন্তু সেখানে নেতৃত্ব চেষ্টা করেছে এই আবেগকে বিপথে চালিত করে সিপিআই(এম)-কে সাথে নিয়ে তথাকথিত এক কমিউনিস্ট ঐক্য গড়ে তোলার সীমানার মধ্যে আটকে রাখতে। সমতা পার্টি বিজেপির দলবলের সঙ্গে হাত মেলানোর পর পূর্বতন সমাজবাদী শক্তিগুলিও রয়েছে ছত্রভঙ্গ অবস্থায়। একই অবস্থা আরও অসংখ্য শক্তির – যারা অধীরভাবে তাকিয়ে রয়েছে তৃতীয় ফ্রন্টের সমগ্র ধারণাকে নতুনভাবে জাগিয়ে তোলার সতেজ কোনো প্রচেষ্টার দিকে। আমরা ইতিমধ্যেই বাম কনফেডারেশন গড়ে তোলার জন্য পুনরায় আহ্বান জানিয়েছি; এখন আমাদের কাজ হল “গৈরিক হঠাও, দেশ বাঁচাও” – আমাদের এই চলমান প্রচার অভিযানকে তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার ইতিবাচক অভিযানে রূপান্তরিত করা।