মার্কসবাদ হল এক গতিশীল বিজ্ঞান, যা সর্বদাই মানব সমাজের গতিসূত্রগুলোকে উন্মোচিত করে চলেছে, যা হল অনুশীলন ও বিপ্লবী রূপান্তরণের চিরসবুজ দর্শন। এক কথায়, তা হল আমাদের চলার দিশা।

কিন্তু মার্কসবাদের উৎস কি ? এক মহান প্রতিভাধর ও তাঁর বন্ধুর মস্তিষ্ক থেকেই কি এর উৎপত্তি ? লেনিন এ নিয়ে আলোচনা করেছেন নীচে উদ্ধৃত রচনাটিতে। আসুন, এই অনবদ্য রচনাটিকে উপলব্ধি করি আর তারপর মার্কসবাদ সম্পর্কে মার্কসের নিজের সংক্ষিপ্ততম ব্যাখ্যাটি অধ্যয়ন করি।