নোট বাতিল সিদ্ধান্তের অন্য কারণটি হল রাজনৈতিক। সামনেই কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। প্রতিশ্রুতি ভঙ্গের জন্য মোদী সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বেড়ে উঠেছে। মোদী কালো টাকা দেশে ফিরিয়ে আনতে, মূল্যবৃদ্ধি কমাতে বা কর্মসংস্থান বাড়াতে ব্যর্থ হয়েছে। বিপরীতে সরকারের মদতে সংঘ বাহিনীর দ্বারা দলিত ও সংখ্যালঘুদের ওপর সার্বিক আক্রমণ নেমে এসেছে। উরিতে 'সার্জিক্যাল স্টাইক'-এর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী মোদী প্রথমে তার পড়তি জনপ্রিয়তাকে চাঙ্গা করতে চেষ্টা চালান। কিন্তু জনগণ প্রশ্ন তুলতে শুরু করেন যে কেন মোদীর চোখের সামনে এতগুলো সেনার মৃত্যু হল – ভারতের নিরাপত্তা ব্যবস্থা কেন পাঠানকোট, উরি বা নাগরোটায় সামরিক বাহিনীর ক্যাম্পে আক্রমণকে আটকাতে পারল না। তাই মোদীর দরকার হয়ে পড়ল এক নতুন নির্বাচনী হাতিয়ারের – এবং তিনি আশা করলেন যে 'কালো টাকার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক' তার ভাবমূর্তিকে পুনরায় গড়ে তুলবে।