প্রধানমন্ত্রী মোদীর ৮ নভেম্বরের নোট বাতিলের ঘোষণায় ক্ষতিগ্রস্ত ভারতের সাধারণ জনগণ প্রথমে ভেবেছিলেন যে, দেশকে কালো টাকা থেকে পরিশুদ্ধ করা এবং কালো টাকার মালিকদের শাস্তি দেওয়ার মহান কাজের জন্য তাদের সাময়িকভাবে কষ্ট স্বীকার করতে হবে। দিন যত এগিয়েছে এবং মোদীর ঘোষণা মতো ৫০ দিনের সময়সীমাও যখন পেরিয়ে গেছে, নোট বাতিলের প্রকৃত আখ্যানও ক্রমে ক্রমে প্রকাশ হতে থেকেছে। নীচের লেখাগুলোতে আমরা বিমুদ্রাকরণের লম্বা-চওড়া প্রতিশ্রুতিগুলোর সঙ্গে তার থেকে উদ্ভুত কঠোর এবং যন্ত্রণাদায়ক বাস্তবতার তুলনাকে তুলে ধরার চেষ্টা করব।